নয়াপল্টনে বিএনপির আলোকচিত্র প্রদর্শনী

0
456

খবর৭১: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতির ৩৪ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করতে যাচ্ছে দলটি।

শুক্রবার (১১ মে) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্ধোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন সময় বিএনপির প্রকাশিত পোস্টার থেকে ছবিগুলো নেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহবধূ থেকে রাজনীতিতে আসার ৩৪ বছর পূর্ণ হলো আজ। ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপাসন নির্বাচিত হন তিনি।

এরপর থেকে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তাঁকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এখনও সেখানে কারাবন্দি রয়েছেন তিনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here