মুরাদনগরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

0
557

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর,কুমিল্লা,
প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে দেড় বছরের শিশুর জনক সিএনজি চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত সিএনজি চালক কাউছার(২৭) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মোক্তার মিয়ার ছেলে।

জানা যায়, গত এক সপ্তাহ আগে কাউছারের সাথে ঝগড়া করে তার স্ত্রী দেড় বছরের শিশুকে রেখে তার বাবার বাড়ী দেবিদ্বার উপজেলার রসুলপুরে চলে যায়। পরে গত মঙ্গলবার কাউছার তার ছেলেকে নিয়ে শশুর বাড়ী যান তার স্ত্রীকে আনতে। স্ত্রী বাবা বাড়ী থেকে তার সাথে আসতে রাজি না হওয়ায়। সে আবার তার ছেলেকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে।

প্রতিদিনের মতো কাউছারের মা বৃহস্পতিবার (১০ মে) সকালে ছেলেকে সিএনজি চালাতে যাওয়ার জন্য ডাকতে এসে দেখে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ছেলে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার শোর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here