উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত বরণ স্বপন চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি স্বপন চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা পালিত হয়।
উক্ত স্বরণ সভায় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সোহেল, বঙ্গবন্ধু সেতুর প্রকৌশলী মোজাম্মেল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলকুচি ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল হান্নান তালুকদার, বেলকুচি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ কমল, পুর্বানী ফ্যাশন লিমিটেডের ব্যাবস্থাপক ইসক কুমার সাহা, বেলকুচি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোমিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
এ সময় শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীর জনসাধারণ উপস্থিত ছিলেন।
খবর ৭১/এস: