মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর-বিশ্বনাথ গামী যাত্রীবাহি বাসে চালক কর্তৃক কুড়িয়ে পাওয়া ৭বছরের শিশু কন্যা কুলসুম থানা হেফাজতে ২দিন থাকার পর তার বাবা মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। কুলসুম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ভৌলা গ্রামের দুলাল মিয়া ও ফাতেমা বেগমের কন্যা। বুধবার রাতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার সাইফুল আলম ও এ এস আই শাহীন চৌধুরীর উপস্থিতিতে শিশু কন্যা কুলসুমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের মিনিবাস মালিক সমিতির জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারের দায়িত্বরত ম্যানেজার আব্দুল কাদির কুড়িয়ে পাওয়া শিশু কন্যা কুলসুমকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেন। পরে শিশু কন্যা কুলসুমের দেয়া ঠিকানা অনুযায়ী বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায় পুলিশ। অবশেষে ঢাকার কদমতলা থানা পুলিশের সহযোগিতায় মেয়েটির বাবা দুলাল ও মা ফাতেমার সন্ধান পায় জগন্নাথপুর থানা পুলিশ। পুলিশের তথ্যের ভিত্তিতে শিশু কন্যা কুলসুমকে বুধবার রাতে তার মা বাবা জগন্নাথপুর থানায় এসে সনাক্ত করে নিয়ে যায়। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, থানা হেফাজতে থাকা শিশুটিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের লোকজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
খবর ৭১/ এস: