পাইকগাছায় রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের মতবিনিময়

0
435

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ আলহাজ¦ লুৎফর রহমান, এসআই শরীফ আল-মামুন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, ব্যবসায়ী উত্তম সাধু, শ্রীপদ মন্ডল, প্রশান্ত সাধু, কুমারেশ মন্ডল, শফিকুল ইসলাম, বাবলু, জিন্নাত আলী, খলিল বিশ্বাস ও সিএ গোলাম সরোয়ার খান। সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষে বাজার মনিটরিং সেল গঠণ, ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা স্থাপন, ইফতার সামগ্রী ও বিভিন্ন ফল মূলে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। সভায় পৌরসভা ও কপিলমুনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here