নড়াইলে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

0
358

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত ইয়াছিন ঢালীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদরের দেবীপুর থেকে পুলিশ ইয়াছিন ঢালীকে গ্রেফতার করে। ইয়াছিন নড়াইল সদরের দেবীপুর গ্রামের কুটি মিয়া ঢালীর ছেলে এবং ঢাকার আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি বিকেলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় সশস্ত্র অবস্থায় ঢুকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নগদ টাকা, মোবাইল ফোন ও দু’টি মোটরসাইকেল ডাকাতি করে ইয়াছিনসহ ৬ জন। ব্যাংক এলাকার একটি দোকানের সিসিটিভি’র ভিডিও দেখে ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে সনাক্ত করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে দীর্ঘদিন পর ইয়াছিনকে গ্রেফতার করা সম্ভব হলেও অন্যরা পলাতক রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here