মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সন্তু কুমার দাস (২২) নামের এক রিকসা চালক নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত সন্তু দাস শহরের কন্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে।
পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে শহরের কালী মন্দির এলাকায় কয়েকজন যুবকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তু
দাসের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা সন্তু দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানার ওসি মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িতদের
গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
খবর ৭১/ ই: