জাহিরুল ইসলাম মিলন।যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার কেশবপুর উপজেলায় ইজি বাইকের চাকার সাথে ওড়না জড়িয়ে কাকলী বিশ্বাস (২০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ৯ মে বুধবার দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে। সে কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বপন বিশ্বাসের মেয়ে।
ইউপি সদস্য জহির রায়হান জানান, কাকলী তার পিসির (ফুফু) বাড়ি ডুমুরিয়া উপজেলার সরাফপুরে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। চুকনগরের পাশ্ববর্তী চাকুন্দিয়া মাদ্রাসার সামনে ইজি বাইকের পিছনের চাকার সাথে কাকলীর ওড়না গলায় জড়িয়ে যায়। এতে গলায় ফাস লেগে শ্বাস রোধে তাৎক্ষণিক মৃত্যু হয়।
আরও জানা যায়, কাকলী বিশ্বাসের বিবাহ পারিবারিকভাবে বাগেরহাট জেলায় ঠিক করা হয়েছিল। কিন্তু হাতে মেহেদী আর লাল শাড়ী পড়ে স্বামীর ঘরে যাওয়ার আগেই অকাল মৃত্যু হলো। তার এই অকাল মৃত্যুতে মঙ্গলকোট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর ৭১/ ই: