খবর৭১:রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ বুধবার ভোরে খিলগাঁও আমুলিয়া স্টাফ কোয়ার্টারে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন খিলগাঁও থানার এসআই আজাদ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
খবর৭১/জি: