গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তার-৩

0
359

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌর শহরের পলাশপাড়ায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জনৈক শাহিদুর রহমানের বসতবাড়িতে থেকে ইয়াবা সেবনকালে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার রাতে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। এতে গ্রেপ্তারকৃতরা হলো- পলাশপাড়ার চাঁদ মিয়ার ছেলে আরিফ সরকার (২৬), শাহিদুর রহমানের ছেলে সোয়াইব রহমান সেতু (৩০) ও মুন্সিপাড়ার শাহজাহান শেখের ছেলে জাহিদুল ইসলাম (৩২)। এসময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- খাঁন শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা সেবনকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামী আরিফ একটি হত্যা মামলার আসামী।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here