বার কাউন্সিলের নির্বাচনের নীল প্যানেলের প্রার্থীদের শেরপুরে আইনজীবিদের সাথে মতবিনিময়

0
336

মো: আবু হানিফ,শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের প্রার্থীরা শেরপুর জেলা বার সফর করেছেন। এসময় আইনজীবি নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের প্রার্থীদের জন্য শেরপুরের আইনজীবিদের কাছে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। পরে জেলা আইনজীবি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের প্রার্থী এ জে মোহাম্মদ আলী, ফজলুর রহমান, হেলাল উদ্দিন মোল্লা, মোহাম্মদ আব্বাস উদ্দিন, সৈয়দা আশিফা আশরাফী ও বাধন কুমার গোষমী।
তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানান জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী। জেলা আইজনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিব, সিনিয়র আইনজীবি ও বিএনপি নেতা এডভোকেট আব্দুল মজিদ বাদল, আলাহজ্ব মো: এডভোকেট সিরাজুল ইসলাম। প্রার্থীরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের প্রার্থীদের ভোট প্রদানের আহ্বান জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী আশা করেন, জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে আইনজীবিরা এ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে বলে আমরা আশা করছি।

খবর ৭১ /ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here