কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

0
378

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পূজা বাড়ৈ (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা জহরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পূজা বাড়ৈ কোটালীপাড়া উপজেলার জহরেরকান্দি গ্রামের সুবোধ চন্দ্র বাড়ৈ মেয়ে। সে এবছর পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ কামরুল ফারুক জানান, আজ সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে অকৃতকার্য হলে নিজ বাড়ীতে গলায় রঁশি দিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে পূজা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসী ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here