খবর৭১: তুরস্কের কাছ থেকে সামরিক যান ‘বিটিআর-৮০ সিমুলেটর’ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুর্কি সিমুলেটর নির্মাতা প্রতিষ্ঠান সিমসফট বাংলাদেশকে যানগুলো সরবরাহ করেছে।
এ প্যাকেজে ড্রাইভার ট্রেনিং ও কমান্ডার/ গানার সিমুলেটর রয়েছে, যা ব্যক্তিগত প্রশিক্ষণ অথবা পরিপূর্ণ মিশন ক্রু ট্রেনিংয়ের কাজে আলাদাভাবে ব্যবহার করা যাবে। প্রতিটি সিমুলেটর একটি আর্টিকুলেটেড প্লাটফর্মের উপর স্থাপিত, যা তিন দিক কভার করার উপযুক্ত।
সিমসফটের উদ্ভাবিত ইমেজ জেনারেশন সফটওয়ার আবহাওয়ার তথ্য, থার্মাল এন্ড ইনফ্রারেড (আইআর) ক্যামেরা ভিজুয়ালাইজেশন ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে তথ্য যোগান দেবে।
বাস্তব ও হাই-ফিডালিটি রেপ্লিকা ইকুইপমেন্টের মিশ্রণে তৈরি এই সিমুলেটরের হার্ডওয়্যার। তবে এতে পাইরোস্কোপ ভিউ সিস্টেম থাকলেও ‘আউট অব হ্যাচ ক্যাপাবিলিটি’ নেই।
খবর৭১/এস: