শাকিবের উপর বিশ্বাস হারিয়েছে এসকে মুভিজ!

0
378

খবর৭১: ২০১৬ সালে এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে জুটি বাঁধেন শাকিব খান ও শ্রাবন্তী। ছবির নাম ‘শিকারী’। মুক্তির পর বাংলাদেশে ভালো ব্যবসা করে ছবিটি। পরের বছর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জুটি বাঁধেন শাকিব খান ও শুভশ্রী। তাদের ছবিটির নাম ছিল ‘নবাব’। সেটাও ব্যবসা সফল হয়।

এদিকে এসকে মুভিজের হাত ধরে কলকাতার বাজারে প্রবেশ করা শাকিব হুট করেই ভেঙ্কটেশের ছবিতে নায়ক হওয়ায় তার ওপর বিশ্বাস হারিয়েছে এসকে মুভিজ। তাই তাকে নিয়ে আর নতুন ছবির ঘোষণা দেয়নি এসকে মুভিজ। নীরব রয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশি পার্টনার জাজ মাল্টিমিডিয়া। ফলে অনেকে বলছেন, নায়িকাদের টিকিয়ে রাখার এ লড়াইয়ের কারণে সম্পর্কে ফাটল ধরেছে শাকিব ও জাজের।

বর্তমানে চলচ্চিত্রপাড়ার লড়াইয়ে কলকাতার নায়িকাদের টার্গেটে রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ প্রতিষ্ঠানটির হাত ধরেই বাংলাদেশে যাত্রা করেছেন শ্রাবন্তী ও শুভশ্রী। নায়িকাদের পাশাপাশি জিৎ, ওম, অঙ্কুশের মতো নায়করাও এ প্রতিষ্ঠানের প্রযোজনায় বাংলাদেশের সিনেমা হলে হাজির হয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here