খবর৭১:যুক্তরাষ্ট্রে একটি সামরিক কার্গো প্লেন দূর্ঘটনায় পাঁচজন মারা গেছে। জর্জিয়ার দক্ষিণাঞ্চল সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার দিবাগত রাতে এ দূর্ঘটনা ঘটে। ন্যাশনাল গার্ড বলেছে, বিমানটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল এবং এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল।
ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ আগুনে পুড়ছে এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।
জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর এক বিবৃতিতে বলেন, বিমানটিতে পাঁচজন মানুষ ছিলেন। পরবর্তীতে তাদের নাম জানা যাবে।
খবর৭১/জি: