তালায় মহান মে দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
394

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় মহান মে দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,উপজেলা যুবলীগের সভাপতি তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ,নির্মান শ্রমিকলীগসহ একাধিক সংগঠন র‌্যালী ও আলোচনা সভা পালন করেছেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here