আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ঝড়বৃষ্টি উপেক্ষা করে মহল্লায় মহল্লায় ঘুরে ভোটারদের নিকট ভোট চাইছেন তাঁরা। গতকাল রোববার সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল জলিল খন্দকার ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দুবরা মহল্লায় গণসংযোগ করেছেন। অপরদিকে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীকে ভোট চেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তালোড়া বাজারে গণসংযোগ করেছেন। একইদিন বিকালে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম তাঁর কর্মী সমর্থকদের নিয়ে জগ প্রতীকে ভোট চেয়ে তালোড়া বাজারে গণসংযোগ করেছেন। উল্লেখ্য আগামী ১৫মে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর ৭১/ ই: