জামালগঞ্জ(সুনামগঞ্জ ) প্রতিনিধি:
জামালগঞ্জে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অানন্দ মিছিল করা হয়েছে।
শনিবার দুপুরে মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভা করে।
পথ সসভায় উপজেলা ছাত্রলীগ নেতা অাশরাফুল অালমের সভাপতিত্বে ও সাইফুজ্জামান হিমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মিহির সরকার,রতন দেবনাথ,সাজিবুল করিম সাদ্দাম,হোসাইন আহমদ,জামিল আহমদ পরাগ,অানোয়ার হোসেন,সুজন মিয়া,সবুজ,চয়ন,কাউসার,রিয়েল,টিটু, নাঈম অাহমদ,অয়ন প্রমুখ।
এসময় বক্তারা নবগঠিত জেলা কমিঠির নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে বলেন,বর্তমান কেন্দ্র ঘোষিত জেলা কমিঠির নেতৃবৃন্দ ছাত্রলীগের অাদর্শ ও ঐহিত্য কে ধারন করে প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।বক্তারা জেলা কমিটির সকল কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করার অাশা ব্যাক্ত করেন।
আনন্দ মিছিলে জামালগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।
খবর ৭১/ ই: