একসঙ্গে বলি দেওয়া হয় ১৪০ শিশুকে!

0
451

খবর ৭১ঃ পেরুতে মানব ইতিহাসের সবচেয়ে বড় শিশু বলিদানের ঘটনার সন্ধান পেয়েছেন দেশটির পুরাতাত্ত্বিকরা। ৫৫০ বছর আগে দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় একটি মন্দিরে ১৪০ জন শিশুকে বলি দেওয়া হয়।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রাচীন চিমু সভ্যতাটি যা আধুনিক যুগে ত্রুহিয়ো অঞ্চল নামে পরিচিত। ওই অঞ্চলের পাশেই শিশুদের কঙ্কালগুলোর সন্ধান পেয়েছেন পুরাতাত্ত্বিকরা।
শিশুদের মৃতদেহের সঙ্গে লামা নামের ২০০টির বেশি পশুকেও বলি দেওয়া হয়।
ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থায়নে পরিচালিত এ গবেষণাটি ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২০১১ সালেও সাড়ে তিন হাজার বছরের পুরানো একটি মন্দির খনন করতে গিয়ে এ রকম মানব বলিদানের ঘটনা আবিষ্কৃত হয়। সেখানে হুয়ানচাকিতো-লাস লামা নামের জায়গায় ৪০ জন মানুষ ও ৭৪টি লামাকে বলি দেওয়া হয়েছিল বলে জানান গবেষকরা।
ন্যাশন্যাল জিওগ্রাফিক জানায়, চলতি সপ্তাহে আবিষ্কৃত বলির শিকার ১৪০ জন শিশুর সবার বয়স পাঁচ থেকে ১৪ বছরের মধ্যে। এদের মধ্যে বেশির ভাগের বয়স আট থেকে ১২ বছর।
খবরে আরও বলা হয়েছে, ওই শিশুদের হাড়ে কাটা দাগ থাকার কারণে বোঝা যাচ্ছে শিশুরা বলিদানের শিকার। আবার কারও পাঁজরের অনেক হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে, যা থেকে বোঝা যায় হৃৎপিণ্ড বের করে ফেলা হয়েছিল।
এ ছাড়া অনেক শিশুর শরীরে উজ্জ্বল লাল রঞ্জক লাগানো হয়েছিল। এটি বলিদানের রীতির অংশ হিসেবে ধারণা করা হচ্ছে।
১৮ বছরের কম বয়সী লামাগুলোর ভাগ্যেও একই পরিণতি হয়েছে। আন্দিস পর্বতমালায় পূর্ব দিকে মুখ করে সেগুলোকে সমাহিত করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here