খবর ৭১: গত কয়েকদিন ঝড়-বৃষ্টির কারণে সরবরাহ কমায় রাজধানীতে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনে ঝড়-বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। তাই বেড়েছে বেগুন, পেঁপেসহ বেশ কয়েকটি সবজির দর।
সামনে কয়েক দিনের টানা ছুটি। সেই সুযোগে অনেকটাই ফাঁকা রাজধানী। মহাখালী কাঁচা বাজারেও চোখে পড়লো ছুটির প্রভাব। শুক্রবারের জমজমাট বাজার অনেকটাই ক্রেতাশূন্য।
তবে আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, ডিম ও মাংস। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ২৮ থেকে ৩৬ টাকা কেজি। আর আমদানি করা আদা ও রসুন পাওয়া যাচ্ছে ১শ’ টাকা কেজি দরে। ডিমের দামের তেমন হেরফের না হলেও ক্রেতার দেখা নেই।
মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। পাঙ্গাস ও তেলাপিয়া বিক্রি হচ্ছে মানভেদে ১৩০ থেকে ১৫০, শিং ও মাগুর বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি। এছাড়া বাজারে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংস পাওয়া যাচ্ছে আগের দামেই।