যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার প্রত্যাহার

0
348

খবর ৭১: যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে আগামী ৭ মের মধ্যে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

একই সঙ্গে হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমিশনে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় দূতাবাসের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে বক্তব্য দেয়ার চার দিনের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।

গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরে সময় উপ-হাইকমিশনার খন্দকার তালহা ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

ওই ঘটনায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জড়িত ও তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। তবে হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’, ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here