৪ দিনে ১০ লাখ লোককে গ্রেপ্তার করেছে সৌদি

0
323

খবর৭১: গত ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল- এই চারদিনে নয় লাখ ৯৪ হাজার লোককে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। সৌদি আরবের গণমাধ্যম ওকাজ এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ হাজার ৪৬৭ জনকে আবাসন আইন ও শ্রমনীতি লঙ্ঘন এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার দায়ে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী।

গ্রেপ্তারকৃদের ৫৮ শতাংশই ইয়েমেনের নাগরিক বলেও জানিয়েছে ওকাজ। বাকি ৩৯ শতাংশ ইথিওপিয়া ও তিন শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা।

সৌদি আরব থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here