খবর৭১: তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৫মিনিটে সিডনি ইন্টারন্যাশনাল এয়াপোর্টে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান।
শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০১৮ সম্মাননা দেওয়া হবে।
শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
শেখ হাসিনা ছাড়াও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এতিফেত জাহজাগার একসঙ্গে এই অ্যাওয়ার্ড- ২০১৮ গ্রহণ করবেন।
খবর৭১/এস: