উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
চার শতাধিক শিক্ষার্থীকে মাদকের কুফল জানালেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। নড়াইলের বিদ্যালয় মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশে মাদকের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন তিনি। প্রধান অতিথির আলোচনায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদক গ্রহণে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। শারীরিক ও মানসিক ক্ষতিসহ পরিবারের স্বপ্ন ভেঙ্গে যায়। এজন্য সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। নিয়মিত লেখাপড়া, খেলাধূলাসহ ভালো কাজ করতে হবে। শিক্ষক, বাবা-মাসহ গুরুজনের আদেশ, উপদেশ মেনে চললে জীবন সঠিক পথে পরিচালিত হবে। কৌতুহলবশতঃ কখনোই ধূমপান বা মাদক স্পর্শ করা যাবে না। শিক্ষার্থীদের ভালো কিছু অর্জন করতে, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদকমুক্ত জীবনযাপন করতে হবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচক ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান। প্রধান আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম। এছাড়া মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থীসহ পাশের দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে চার শতাধিক শিক্ষার্থীকে মাদকের কুফল জানালেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন তিনি।
খবর ৭১/ এস: