ডিআইজি মিজানকে দুদকে তলব

0
457

খবর ৭১ঃ অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে আলোচিত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে আগামী ৩ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ডিআইজি মিজানকে তলবের চিঠি আজ বুধবার পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠিয়েছে দুদক।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে ডিআইজি মিজানুর রহমানকে হাজির হতে হবে।
ডিআইজি মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত আছেন মিজানুর রহমান। গত জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এর আগে মিজানের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে গোপন করতে ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ ওঠে। এ ছাড়া তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ পুলিশের তদন্ত কমিটি  প্রমাণ পেলে তাকে প্রত্যাহার করা হয়।
সবশেষে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here