বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ ৩ দিন পেছাল

0
322

খবর৭১: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের দিন তিন দিন পিছিয়েছে। ফলে পূর্বনির্ধারিত ৪ মের পরিবর্তে ৭ মে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে। তবে বৈরী আবহাওয়া তারিখ পেছানোর কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চপ্যাড থেকে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’-এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here