ইরানে পরমাণু কর্মসূচিতে নতুন চুক্তির ইঙ্গিত

0
906

খবর ৭১ঃ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানে তার সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেছেন, তিনি নতুন এমন একটি চুক্তির বিষয়ে আশাবাদী। ওই চুক্তিটি ২০১৫ সালে অচল হয়ে পড়ে। ট্রাম্পের মতে, ওই চুক্তিটি হতে পারে অধিকতর বৃহৎ অর্থে। ওদিকে ইমানুয়েল ম্যাক্রনের মতে, নতুন চুক্তিতে অবশ্যই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি থাকতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের ভূমিকা কি হবে তাও থাকতে হবে। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে একটি চুক্তি করেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে। ২০১৫ সালে সম্পাদিত ওই চুক্তির অধীনে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ শিথিল করা হয়। এখন সেই চুক্তিকে প্রত্যাহার করে নতুন চুক্তির কথা বলা হচ্ছে। তবে পুরনো চুক্তি প্রত্যাহার করে নতুন চুক্তি করা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে আগে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ই মে। তার আগেই ওই চুক্তির মেয়াদ বর্ধিত না করার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ওই চুক্তিতেই স্থির থাকার পক্ষেই অবস্থান নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। কারণ, এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই। শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি শেষ মুহূর্তে ট্রাম্পকে ওই চুক্তি থেকে না বেরুনোর আহ্বান জানাতে পারেন। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয় তাহলে তেহরান ওই চুক্তির বেশিরভাগই উপেক্ষা করবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here