ইরানের সঙ্গে নতুন চুক্তি চান ট্র‍্যাম্প ও ম্যাখোঁ

0
288

খবর৭১: পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র‍্যাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

যুক্তরাষ্ট্রে এ বিষয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা শেষে ট্রাম্প ‘আরো বড় কিছু, সম্ভবত নতুন চুক্তি’র ব্যাপারে কথা বলেন। আগে থেকেই ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তির বিরোধিতা করে আসছিলেন ট্র‍্যাম্প।

ম্যাখোঁ বলেন, নতুন চুক্তিতে ইরানের ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকা কী হবে- সে বিষয়ও অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে তার ফলাফল হবে ভয়াবহ।

ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ২০১৫ সালে পরমাণু ইস্যুতে ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তি করে দেশটি। ওবামার শাসনামলে হওয়া চুক্তিটির মেয়াদ ১২ মে শেষ হওয়ার কথা। এরপর তা আর নবায়ন করা হবে না বলে হুমকি দিয়ে আসছেন ট্র‍্যাম্প।

তবে চুক্তি বহাল রাখার জন্য মার্কিন প্রেসিডেন্টকে রাজি করাতে চাইছিলেন ম্যাখোঁ। এর চেয়ে ভালো আর কোনো পথ নেই বলে মত তার।

২০১৫ সালের চুক্তিটি অব্যাহত রাখার জন্য ট্র‍্যাম্পকে রাজি করাতে শেষ মুহূর্তে শুক্রবার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের।

এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে তার দেশও সম্ভবত চুক্তিটি পরিত্যাগ করবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here