খবর ৭১ঃ তিন মাস ধরে লাগাতার এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ৫৮ বছরের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের আগরতলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে চম্পলাইতে নিজের বাড়িতে গত ফেব্রুয়ারি মাস থেকে ১৪ বছরের এক কিশোরীর ওপর নারকীয় অত্যাচার চালায় ওই ব্যক্তি। খবর এবিপি আনন্দের।
খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান,নির্যাতিতা ওই কিশোরী অভিযোগ করে গত তিন মাসে তাকে ১১ বার ধর্ষণ করেছে ওই ব্যক্তি। আর এই ঘটনা কাউকে না জানাতে তাকে হুমকিও দেন তিনি।
পুলিশ জানিয়েছে, কৌশলে ওই ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে সিপাহিজলা জেলার বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে তার ওপর অত্যাচারের কথা জানায় ওই নির্যাতিতা। পরে মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি পাঠানো হয় খোয়াই জেলা পুলিশের কাছে। সেখানেই ওই কিশোরীর বাড়ি। তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
খবর ৭১/ইঃ