খবর৭১,মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে সিরিয়ায়। শুধু তাই নয়, তারা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই দাবি করেছেন। তুর্কি এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, মার্কিন জোটের কারণে তুরস্কের নিরাপত্তা হুমকির মুখে।
এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে।
তিনি বলেন, আমরা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র । সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে।
খবর৭১/জি: