ইসরায়েলের সঙ্গে পুলিশের প্রশিক্ষণ নিষিদ্ধ করলো মার্কিন শহর

0
287

খবর৭১: প্রথম মার্কিন শহর হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে পুলিশের প্রশিক্ষণ নিষিদ্ধ করলো নর্থ ক্যারোলাইনার ডুরহাম শহর। স্থানীয় কমিউনিটি সংগঠনগুলোর লবিয়িংয়ের সফলতা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

এখন থেকে ডুরহাম শহরের পুলিশ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের প্রশিক্ষণ বা কিছু বিনিময় হবে না।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিষিদ্ধ করে ১৬ এপ্রিল আনা প্রস্তাবে সর্বসম্মতিক্রমে ভোট দেয় ডুরহাম সিটি কাউন্সিল।

প্রস্তাবে বলা হয়, ‘ডুরহাম শহরের পুলিশ কর্মকর্তারা সামরিক-স্টাইলে প্রশিক্ষণ নেয়- এমন যেকোনো দেশ থেকে প্রশিক্ষণ নিষিদ্ধ করা হোক।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here