খবর৭১: দলের জয়রথ থামলেও ব্যাটিং পারফরমেন্সে ‘সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে এ পুরস্কার জেতেন তিনি।
এদিন ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
গতকাল রাতে আইপিএলের ১৬তম ম্যাচে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে ক্রিস গেইল তাণ্ডবে ১৯৩ রানের পুঁজি পায় তারা। গেইল ৬৩ বলে ১ চার ও ১১ ছক্কায় ১০৪ রান করেন। এবারের আইপিএলে এটিই তার প্রথম সেঞ্চুরি।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে হারে হায়দরবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৪ ও মনিশ পান্ডে অপরাজিত ৫৭ রান করেন।
তবে এদিন বল হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। ২ ওভার বল করে ২৮ রান দেন তিনি। ৩টি ছক্কা ও ১টি চারের মার খেতে হয় তাকে।
টানা তিন ম্যাচ জয়ের পর এ হারে ৬ পয়েন্ট নিয়ে সানারাইজের অবস্থান এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
খবর৭১/জি: