খবর৭১: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে আজ শুক্রবার (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
ঢাবির সুফিয়া কামাল হলের প্রশাসন গভীর রাতে তিন ছাত্রীকে বের করে দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরু।
এর আগে কয়েকজন ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার ঘটনা জানাজানি হলে হলটির সামনে বিক্ষোভ করেণ কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। রাত ২ টার দিকে প্রায় ২০ জন নেতাকর্মী জড়ো হয়ে হল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন। এ দাবিতে তারা বেশকিছুক্ষণ মিছিল করে স্থান ত্যাগ করেন।
বাইরে এ মিছিলের সময় হলের বিভিন্ন ভবনের ছাত্রীরা জানালা দিয়ে হাত নেড়ে তাদের স্বাগত জানান।
এদিকে একই সময়ে ঢাবির টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ফেসবুক লাইভে আসেন ঢাবি ছাত্রলীগেরর সভাপতি আবিদ আল হাসান। তিনি শিক্ষার্থীদের কোন গুজবে কান না দিয়ে পড়াশুনা করার আহ্বান জানান। এরপর তারা সম্মিলিত ভাবে একের পর এক গান গেয়ে যান।
খবর৭১/জি: