খবর৭১:সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। নিহত চারজনের বাড়ি কুমিল্লায়, দুইজনের বাড়ি লক্ষ্মীপুরে এবং একজনের বাড়ি ফেনীতে।
বিস্ফোরণে নিহত দুই সহোদর হলেন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারসংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)।
নিহত বাকিরা চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দিন রাশেদ (৩৫)। নিহত অপরজন চৌদ্দগ্রামের বাসিন্দা। তবে নাম-পরিচয় জানা যায়নি।
পারিবারিক সূত্র জানায়, এমরানুল হক, মুন্না ও সোহেল সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার গ্রহণের পর একই কক্ষে ঘুমিয়ে পড়েন সাত বাংলাদেশি। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মারা যান তারা।
খবর৭১/জি: