স্ত্রীর মনোনয়ন প্রত্যাহারে স্বামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

0
324

খবর ৭১:গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৪ নম্বর সাধারণ ওয়ার্ড থেকে টঙ্গী গোপালপুর এলাকার মো. মাজহারুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন আক্তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

বুধবার দুপুরে স্ত্রী নাসরিন আক্তার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ওই ওয়ার্ডে মাজহারুল ইসলামের আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকল না।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, ওই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মাজহারুল ইসলামই বিজয়ী হচ্ছেন। তবে নিয়মানুয়ায়ী ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ শেষ হলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

মো. মাজহারুল ইসলাম বলেন, ওই ওয়ার্ডে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আমার সঙ্গে আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। পরে সেদিনই আমার স্ত্রীর নামে মনোনয়নপত্র তুলে দাখিল করা হয়। কোনো কারণে একটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও অন্যটি যাতে বৈধ থাকে। এ দৃষ্টিকোণ থেকেই স্ত্রীকে প্রার্থী করা হয়েছিল। পরে দুইটিই বৈধ হওয়ায় আমার স্ত্রী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here