ছাতকে চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

0
465

হাবিবুর রহমান নাছির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরীরর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী হেলাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, নবগঠিত কমিটির অভিভাবক সদস্য হাজী সামছুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য আলহাজ্ব সালেহ আহমদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষিকা শাহানারা বেগম ডলি প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, দাতা সদস্য হাজী ইসহাক আলী, হাজী নিজাম উদ্দিন, আলহাজ্ব জাহাঙ্গির আলম, হাজী নুরু মিয়া তালুকদার, পিটিএ কমিটির সভাপতি হাজী মুহিবুর রহমান, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, অধ্যাপক হরিপদ রায়, গনেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম কামাল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, ব্যবসায়ী গোলাম সারওয়ার মিটু, নবগঠিত কমিটির অভিভাবক সদস্য জাহের হোসেন লাহিন, গৌরী রানী দাস, শিক্ষক প্রতিনিধি দিপক রঞ্জন দাস, কোওপ্ট সদস্য হাজী ছালিক মিয়া চৌধুরী রুকন, শিক্ষানুরাগী হাজী মখলিছুর রহমান মুকুল, মহন্ত রায়, রবীন্দ্র কুমার দাস, আজিজুর রহমান, খলিলুর রহমান মানিক, সাবেক পৌর কমিশনার আফতাব উদ্দিন, শাহ ইলিয়াছ, নেছার আহমদ, বুরহান উদ্দিন, মৃদুল কান্তি দে মিন্টু, আব্দুল কাবির, প্রবাল দেবনাথ অপুসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতার পর থেকে অত্র বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন এবং উন্নয়নে সরাসরি অবদান রাখা ব্যক্তির্গের নাম উল্লেখ করে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী হেলাল উদ্দিন। বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন ও শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ন ভুমিকার রাখবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আছহাব উদ্দিন ও গীতা পাঠ করেন রামানন্দ চক্রবর্ত্তী।
খবর ৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here