এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও নাখিরাজ গ্রামে বুধবার রাত ২টার দিকে একই গ্রামের মৃত কমল উদ্দিনের দুই পুত্র কথিত সন্ত্রাসী আবুল কাসেম, আব্দুল কাদির, বকুলা খাতুন, আবুল কাসেমের দুই পুত্র আফজাল, আকরাম, হেলেনা খাতুন, জামেনা বেগম সহ অজ্ঞাত ৬/৭জন সন্ত্রাসী ঘটনার দিন রাতে মৃত আক্তার উদ্দিন ভূইঁয়ার পুত্র আব্দুল হাই মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে নির্মানাধীন সীমানা দেওয়াল ভেঙ্গে ঘুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা আব্দুল হাইয়ের পুত্র কাওছার মিয়া ও কন্যা কলেজ ছাত্রী ছাবিকুন্নাহার পিপাসাকে বেদম মারপিট করে ছাত্রীর শ্লীলতা হানি ঘটায়। হামলায় কাওছার গুরতর আহত হওয়ায় তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথিত সন্ত্রাসীরা আব্দুল হাইয়ের বসত ঘরে প্রবেশ করে চার ভরি ওজনের ২টি স্বর্ণের চেইন ৪টি আংটি নগদ ৫০হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র, জমির দলিলপত্র ছিনতাই করে নিয়ে যায়। মোঃ আব্দুল হাই মাস্টার জানান, ইতি পূর্বে ২০১৭সনে বিবাদীরা বাড়ি ঘরে একই ধরনের হামলা চালিয়ে ক্ষতি গ্রস্থ করায় ততকালীন সময়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার পর সকল বিবাদীদের নামে আদালতে অভিযোগ পত্র দায়ের করা হয়েছে। বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে তাদের সাথে পূর্ব বিরোধ থাকায় সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে বসত ঘরের মালামালের ব্যাপক ক্ষতি সাধন সহ লুটপাট করে প্রায় ৩লক্ষ টাকা ক্ষতি সাধন করে। রিপোর্ট পাঠানো পর্যন্ত নান্দাইল মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
খবর ৭১/ এস: