স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: মাগুরায় রাতে শহরের জামরুলতলা মোড় এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় বিশ্বাস (রাসেল) (২৪), ও অঞ্জন ঘোষ (২১) কে ২২ (বাইশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তারা দুজন যথাক্রমে শহরের তাতীপাড়া এলাকার মৃত সোহরাব হোসেন, ও জামরুল তলার ঝন্টু ঘোষ এর ছেলে। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করলে তাদের কাছে রাখা ওই ইয়াবাগুলি পাওয়া যায়। পরে তাদেরকে মাগুরা সদর থানায় পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, মোঃ হৃদয় বিশ্বাস রাসেল এর বিরুদ্ধে ০৯ (নয়) টি মামলা এবং অঞ্জন ঘোষ এর বিরুদ্ধে ০২ (দুই) টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
খবর ৭১/ ই: