স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: ফেসবুকের মাধ্যমে এইচএসসি পরিক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে মো: ইমরান চোপদার (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব । মাগুরা শহরের নীজনান্দুয়ালী থেকে তাকে আটক করা হয়। ইমরান ওই এলাকার বাচ্চু চোপদারের ছেলে। দুপুরে র্যাব -৬ যশোর অফিসে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন ইমরান চোপদার নামে ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা চালাচ্ছে। এ খবরের ভিত্তিতে র্যাব -৬ এর যশোর ক্যাম্প কমান্ডার মেজর মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল শহরের নীজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করে।
এ সময় তার কাছে থাকা ল্যাপটপ ও মোবাইলে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। যা সে বিভিন্ন মাধ্যমে বিক্রির চেষ্টা চালাচ্ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রকিয়া চলছে।
খবর৭১/ ই: