নিজেস্ব প্রতিবেদক : বাগেরহাটে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মাহাতাব হোসেন (৫৫) গতকাল সোমবার রাত ১টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। এদিন বাদ যোহর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাগেরহাট জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার মাগফেরত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন, জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. অহিদুজ্জামান দিপু, সমসের আলী মোহন, ওলিউজ্জামান মোজা, ড়. ফরিদুল ইসলাম, কাজী খাইরুজ্জামান শিপন, এ্যাড আব্দুল হাই, এ্যাড: আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, মাহাবুবুর রহমান টুটুল, শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক আলীরেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুর হক কিশোর, তাতীদলের সভাপতি এ্যাড শাহাদাৎ হোসেন , ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্যা সুজন, যুবদলের সাধারন সম্পাদক আয়ুব আরী মোল্লা বাবু, তাঁতীদলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সাজ্জাত হোসাইন, জাহিদুল রহমান শাস্ত প্রমুখ ।
হেদায়েত হোসাইন লিটন
খবর৭১/এস: