শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবিতে পাইকগাছা নাগরিক কমিটির এক প্রতিবাদ সভা রোববার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা লোডশেডিং বন্ধ সহ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অবিলম্বে এলাকায় বিদ্যুতের উপকেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ১ সপ্তাহের আল্টিমেটাম ঘোষনা করা হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নাগরিক নেতা কাজী আজিজুল করিম,এড.মোর্ত্তজা জামান আলমগীর রুলু,গোলাম কিবরিয়া রিপন,শামসুল হুদা খোকন,জি এম লিয়াকত হোসেন, গাজী আঃ সামাদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ নূর ইসলাম নুরু ভাই,সাজ্জাদ সরদার,মোঃ আঃ মালেক,তন্ময় রায়,দেবাশীষ সানা,শিব কুমার,মুজিবর গাজী,গাজী সোহলে রাশেদ জনি,মাসুদুর রহমান,
খায়রুল ইসলাম,উদয় সাধু,মোঃ শফিয়ার রহমান,নারায়ন সাধু,এরশাদ,সুভাষ চন্দ্র রায়,রহিম।
খবর৭১/এস: