স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: মাগুরায় সোমবার থেকে শুরু হয়েছে ২দিনের শিশু আনন্দ মেলা, নাট্য ও সাংস্কৃতিক উৎসব। জেলা প্রশাসনের সহায়তায় জেলা শিশু একাডেমী এ মেলার আয়োজন করেছে।
সকালে কালেকটরেট চত্বরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহমদ আল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রস্তম আলী, জেলা শিক্ষা অফিসার রনজিত কুমার মজুমদার। অনুষ্ঠানে জেলার ১৫টি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশুরা নিজেদের তৈরী বিভিন্ন প্রোজেক্ট প্রদর্শণ করে। পরে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে মহম্মদপুর উপজেলা সাংস্কৃতিক দল ও মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। সবশেষে থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনে অনুষ্ঠিত হয় নাটক ‘হনন’।
খবর ৭১/ এস: