কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নাকচ

0
315

খবর ৭১: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় আটজন নিহত হওয়ার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিন নাকচ করেছেন আদালত।

আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের জামিন আবেদন নাকচ করে বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন। আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে ১০ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নাকচ করেন। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে আজ অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অভিযোগপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here