রেদোয়ান জনি,মিরসরাই(চট্রগ্রাম) প্রতিনিধি:
মিরসরাই উপজেলার করেরহাটে ইউনিয়নে জয়পুর পূর্ব জোয়ার গ্রামে সামাজিক সংগঠন সোনালী ঐক্য সংঘের নতুন কার্যালয় উদ্ধোধন ও ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (১৫ এপ্রিল) বিকালে ৩ টায় উদয় মহাজন বাড়ীতে অনুষ্ঠিত হয়।
সোনালী ঐক্য সংঘের সদস্য চয়ন চৌধুরী’র সঞ্চালনায়, সিনিয়র সহ সভাপতি জগদীশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। অনুষ্ঠান উদ্ভোধন করেন ১ নং করেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামলেন্দু দাশ, ১নং করেরহাট ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি কালাচাঁদ চৌধুরী , উদয় মহাজন বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি তরনী কুমার দে, উদয় মহাজন বাড়ি পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অমরেন্দ্র চৌধুরী, নরুল আবছার বাবুল ও আবু তাহের মেম্বার সহ প্রমুখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংঘের উপদেষ্ঠা মিঠুন চৌধুরী ও অর্থ সম্পাদক সৌরভ নাথ।
খবর৭১/এস: