খবর ৭১ঃ কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে সাদা পোশাকের পুলিশ তুলে নেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দুপুরে জানিয়েছিলেন, সংগঠনটির তিন যুগ্ম আহ্বায়ক ফারুক, রাশেদ খান এবং নূরুল হক নূরকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। পৌনে ৩টার দিকে ফারুক জানিয়েছেন, তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দুই দিনের মধ্যে ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন। অন্যথায় ফের আন্দোলনে নামারও হুশিয়ারি দেন তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, তাদের কিছু তথ্য সহযোগিতার জন্য আনা হয়েছিলো। ভাঙচুরকারীদের সম্পর্কে কোন তথ্য আছে কি-না তাদের কাছে তা জানতে চাওয়া হয়েছিলো। কথা বলে তারা চলে গেছেন।
খবর ৭১/ইঃ