উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম শুধু প্রশাসনিক কাজেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, শতভাগ বাঙালিয়ানাও যে তাঁর মধ্যে বাস করে তার বহিঃপ্রকাশ ঘটলো এবারের নববর্ষে। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিবানে শুচি হোক ধরা”- এই স্লোগানকে সামনে রেখে বর্ষবরণ উৎসব ১৪২৫ উপলক্ষ্যে পান্তা ভোজের আয়োজন করে নড়াইল পুলিশ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর উদ্যোগে রবিবার (১৫) এপ্রিল জেলার পুলিশ লাইন মাঠে এ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন ,নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামান, এসআই নয়ন, এএসআই আলমগির এএসআই সোহেল,এএসআই রাজাক,এএসআই হাবিব, এএসআই নাহিদ, এএসআই মোস্তফা, কনস্টেবল ওুলিয়ার, আজাদ হুসাইন,ও জব্বার হোসেন, ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরাসহ নড়াইল পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাকিদকবৃন্দ। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরের ন্যায় পুলিশের কার্যক্রমও নতুন করে শুরু হবে। পুলিশই জনগণের বন্ধু এ কথা নতুন বছর থেকে মানুষের মধ্যে তুলে ধরতে হবে। মানুষ যাতে নির্দ্বিধায় পুলিশের ওপর আস্থা রাখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে সকলকে দূরে থাকার উদাত্ত আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার তাঁর সহধর্মিনী ও সন্তানদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়িতেও চড়েন।