খবর৭১ কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জামাল সরদার। (৩৫)। জামাল সরদার কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের আশ্রাব আলী সরদারের ছেলে। ৬ বছর আগে জামাল সরদার মাদক ব্যবসায় নামেন। তিনি গাঁজা বিক্রি শুরু করেন। দীর্ঘ মাদক ব্যবসা জীবনে তিনি ১২ বার পুলিশের হাতে আটক হন। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১২ টি মাদক মামলা করে পুলিশ। ১০ টি মামলা থেকে জামাল অব্যাহতি পেয়েছে। তার ২টি মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। মাদক ব্যবসায় নেমে তিনি একের পর এক মামলা চালিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুকের কাছে আবেদন করেন। ওসি মোহাম্মদ কামরুল ফারুক কোটালীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বিশ্বাসের সহায়তায় তাকে একটি ব্যাটারী চালিত ভ্যানের ব্যবস্থা করে দেন। শুক্রবার সকালে কোটালীপাড়া থানা চত্বরে ওসি মোহাম্মদ কামরুল ফারুক জামাল সরদারের হাতে ব্যাটারী চালিত ভ্যানটি তুলে দেন। এ সময় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামাল সরদার বলেন, মাদক ব্যবসায় নেমে মামলায় পড়ে আমি সর্বস্ব হারিয়েছি। থানার ওসির কাছে আমি স্বাভাবিক জীবনে ফিরতে আবেদন জানাই। ওসি সাহেব রেজউল করিম বিশ্বাসের সহযোগিতায় আমাকে একটি ভ্যান দিয়েছেন। আমি এ ভ্যান চালিয়েই জীবন জীবিকা চালাবো। মাদেকর ব্যবসা আর কোন দিনই করবোনা। রেজাউল করিম বিশ্বাস বলেন, মাদক ব্যাবসায়ী ও সেবনকারীদে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা তাদের সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে এনে সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখতে চাই। কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক বলেন, মাদক সেবন ও ব্যবসা থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাকে সহযোগিতা করে বিকল্প আয়ের ব্যবস্থা করে দেব। জামালকে আমরা ফিরিয়ে এনেছি। রেজাউল করিম বিশ্বাস তাকে ব্যাটারী চালিত ভ্যান কিনে দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।
খবর৭১/জি: