কাজী শাহ্ আলম
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত এলাকার জাবেদ আলীর পুকুর খননের সময় ৬কেজি ওজনের একটি তাজা মডারসেল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাগেছে শুক্রবার উপজেলার বড়খাতা দোলা পাড়া সীমান্ত এলাকার জাবেদ আলীর বাড়ীর সামনে একটি পুরাতন পুকুর সংস্কার ও খননের জন্য শ্রমিক দ্বারা খনন শুরু করলে মাটির নিচে থাকা উক্ত বোমাটি শ্রমিকের কোদালের কোপে বেড়িয়ে আসে। এসময় শ্রমিকরা আতংক হয়ে জাবেদ আলীসহ অনেককে জানায়, পরে জাবেদ আলী বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেন। চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনা স্থলে গিয়ে প্রত্যক্ষ করেন। এসময় গ্রাম বাসী সকলেই ধারনা করেন যে বোমাটি ১৯৭১সালে মুক্তিযুদ্ধ কালীন সময়ের বোমা হবে। শেষে স্থানীয় থানায় জানালে পুলিশ তাৎখানিক ঘটনাস্থলে উপস্তিত হয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে বোমাটি পরিমাপ করে ১৩ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৬ কেজি ওজন ও তাজা বলে থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান। তিনি আরও বলেন বোমাটি থানা হেপাজতে রাখা হয়েছে। পরবর্তিতে সেনা বাহীনির বোমা বিশেষজ্ঞ দ্বারা প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করা হবে।
খবর ৭১/ এস: