আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

0
484

খবর ৭১ঃ কোটা পদ্ধতি সংস্কারের দাবি এবং কৃষি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশালের শিক্ষাঙ্গন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্নতা প্রকাশ করে রাস্তায় নেমেছে । রাস্তায় শুয়ে রাস্তা আবরোধ করেছেন তারা। যোগ দিয়েছেন বিএম কলেজের অগণিত শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টার দিকে বিএস কলেজের কয়েকশত শিক্ষার্থী মিছিল করে ক্যাম্পাস থেকে বেড়িযে আসে। তারা কয়েকশ মিটার দুরে নথুল্লাবাদ বাস স্টান্ডের দিকে রওনা হলে বাস স্টান্ডের প্রবেশ মুখে পুলিশ বাধা দেয়। এ সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সেখানেই শুয়ে পড়েন তারা। ফলে বন্দ হয়ে পড়ে শহরমুখী সব যানবাহন চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুয়াযী সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলবে। তারা আরো জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। ছাত্ররা যেহেতু বিক্ষোভ করছে এজন্য তারা নজর রাখছেন যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে। তাদের বুঝিয়েছি সড়ক অবরোধ তুলে নিতে। আন্দোলনের সাথে তৃতীয় কোন পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য এমনটা করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here