স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট এম.এ. হামিদ খান বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে ২১ নং ওয়ার্ড বাসী সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাঁর সুযোগ্য কন্যা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে পেয়েছি অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে সকল খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেল।
তিনি আরও বলেন, সকলকে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা। মহান আল্লাহর কাছে প্রার্থণা করি নতুন বছর যেন আমার ও আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনে। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছর, নতুন দিন। নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই আর স্বপ্ন দেখি নতুন দিনের। এভাবে প্রত্যয়, আশা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মান, অভিমান, শংশয়, দুঃখ, বেদনা, ঘাত, প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। আর সমস্যা থাকতেই পারে, তাই বলে থেমে গেলে চলবে না। কারণ আমাদের যেতে হবে অনেক দূরে, জীবনের মূল লক্ষ্যে। এই হোক আমাদের নতুন বছরের অঙ্গিকার। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের জীবন। ঠিক যে রকম থাকলে জীবনকে নিজের কাছে পরিপূর্ণ মনে হয়।
আর আমার পক্ষ থেকে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা দেশ বিদেশের সকল বন্ধুবান্ধব, পাঠক-পাঠিকা সহ লেখক-লেখিকা, সাংবাদিক ও শুভানুধ্যায়ী সহ রাজনৈতিক, সামাজিক, সরকারী-বেসরকারী কর্মকর্তা, পরিচিত ও অপরিচিত সকল শ্রেণীপেশার ভাই বোনদের প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা।
অপরদিকে, বাংলাদেশের বাহিরে যারা প্রবাস জীবনযাপন অবস্থায় শত ব্যস্ততার মাঝেও সবসময় আমার সুখ-দুঃখের খবরাখবর নিয়েছেন এবং ঈদ ও নববর্ষ সহ বিভিন্ন স্বরণীয় দিনে নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাকে শুভেচ্ছা পাঠিয়ে উৎসাহ যোগিয়েছেন, তাঁরা সহ বাংলাদেশে যারা আমার শুভানুধ্যায়ী আছেন তাদের সকলের প্রতিও রইল নববর্ষের প্রথম শ্রদ্ধা ও প্রথম ভালোবাসা। নববর্ষের প্রথম ক্ষণ ও প্রথমদিন থেকেই আমার সকল বন্ধুবান্ধবদের ঘরে-বাইরে, চলার পথে ও প্রবাসীদের প্রবাস জীবন ও তাদের কর্মস্থলে শান্তি সুখ বয়ে আসুক এ দোয়া ও কামনা রইল সবার জন্য।
খবর ৭১/ই: